School Building

আমাদের বিদ্যালয় ভবন

পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুন্দর ও আধুনিক ভবন

School Building

সমাবেশ

পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সমাবেশ

Screenshot-2025-08-26-00-21-32-906-com-google-android-apps-maps-2

আমাদের বিদ্যালয় ভবন

পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুন্দর ও আধুনিক ভবন

School Building

আমাদের সমাবেশ

পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সমাবেশ

আমাদের সম্পর্কে

মহম্মদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল পলাশবাড়ীয়া। এই পলাশ বাড়িয়া ইউনিয়নেই পাকিস্তান আমলের মিনিস্টার এম এ খালেক এবং মাগুরা-২ আসনে পরপর পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আছাদুজ্জামানসহ অনেক খ্যাতিমান মানুষের জন্ম। তেমনি একজন খ্যাতিমান ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম মিয়া।তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৬৬ সালে পলাশ বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন।সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে রয়েছে প্রায় ৭শ শিক্ষার্থী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে ভোকেশনাল শাখা, ব্যবসা শাখা, কৃষি বিষয়ক শিক্ষা ও কম্পিউটার শাখা খোলা হয়েছে। এছাড়াও রয়েছে- বঙ্গবন্ধু কর্ণার, সততা স্টোর, শহিদ মিনার, স্কাউট ও গার্লস গাইড। এর সবই সম্ভব হয়েছে প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ এর কারণে। জানা যায়- স্কুলটিতে সকল ধরণের জাতীয় দিবস পালনসহ জাতীয় প্রোগ্রামে অংশগ্রহন করে থাকে বিদ্যালয়টি। প্রতিষ্ঠান সুত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম মিয়া এলাকার সাধারণ মানুষের কথা ভেবে এবং এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে পলাশবাড়ীয়া বাজারের পাশে ১৯৬৬ সালে গড়ে তোলেন একটি শিক্ষাপ্রতিষ্ঠান। যার নাম দেয়া হয় পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়। এবং তিনিই প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের হাল ধরেন। দীর্ঘদিন তিনি এই দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সাল থেকে এ পর্যন্ত বিদ্যালয়টি এলাকায় শিক্ষা ক্ষেত্রে গুরত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন পর্যায়ের কর্মক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছেন। এই প্রতিষ্ঠান হতে সৃষ্টি হয়েছে অনেক প্রতিযশা- চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক, রাজনীতিবীদ, আইনজীবি, ব্যবসায়ী- যারা দেশ-বিদেশে স্ব-মহিমায় সমুজ্জ্বল ছিলেন এবং বর্তমানে আছেন। পরপর পাঁচ থেকে সাত বছর ধরে পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়টি সকল পাবলিক পরীক্ষায় অংশগ্রহন করে পাশের শতকরা হারে উপজেলায় শীর্ষস্থানে রয়েছে। শিক্ষার মান উন্নয়নে শীর্ষস্থানে আশার মূলে রয়েছে বর্তমান প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহম্মদ। প্রধান শিক্ষক হিসেবে পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ফরিদ আহম্মদ যোগদান করেন ২০১২ সালে। এরপর থেকে স্কুলটির লেখাপড়ার মান উন্নয়ন শুরু হয়। ২০১৬ সালে স্কুলটি জাতীয় শিক্ষা সপ্তাহে মাগুরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। পরে মহম্মদপুর উপজেলা পর্যায়ে পরপর তিন বছর শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ নিজেও একাধিকবার জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র পেয়েছেন। এরপর ২০১৯ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন আরেক প্রতিভাবান শিক্ষককবি মোঃ শহিদুজ্জামান। কবি শহিদুজ্জামান শিক্ষা সপ্তাহ ২০২১ ও ২০২২শে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত হয়েছেন। প্রধান ও সহকারী প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকমন্ডলির প্রচেষ্টায় পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়টি শীর্ষস্থানে রয়েছে। প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহম্মদ জানান, সকল শিক্ষক, কর্মচারী ও এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়টি শীর্ষস্থানে রয়েছে। এই সাফল্য ধরে রাখা এবং গতিশীল রাখার জন্য আমরা বদ্ধপরিকর।

Palashbaria School AI Assistant
Hello! I'm here to help you learn about Palashbaria Secondary School. Ask me anything about the school's history, facilities, staff, or programs!
AI is typing...